Krisp

তালাতেও ফিঙ্গারপ্রিন্ট! এ কেমন আশ্চর্যজনক তালা!

প্রযুক্তির কল্যাণে আজ অসম্ভবও অসম্ভব হয়েছে! মাত্র কিছুদিন আগেও যেটির কথা কেউ কল্পনাই করেনি, আজ সেটি বাস্তব তেমনই এক ডিভাইসের সাথে আজ আমরা পরিচিত হবোডিভাইসটি হলো ফিঙ্গারপ্রিন্ট তালা এটিকে সাধারণত ফিঙ্গারপ্রিন্ট প্যাড লক বলা হয়ে থাকে এটি ব্যক্তিগত দ্রব্যের সুরক্ষার জন্য তৈরি যেমন: ভ্রমণের সময় ব্যাগ/লাগেজ লক করে রাখা, দরজা, মোটরসাইকেল, বাইসাইকেলে লাগানো  ইত্যাদি আর মজার ব্যাপার হলো এতে চাবি হারানোর কোন ভয় নেই
তো চলুন বন্ধুরাআশ্চর্যজনক  এই লকটির ব্যাপারে বিস্তারিত জেনে নেয়া যাক

বৈশিষ্ট্য:  লকটি মূলত  চায়না পণ্য।  লকটির বডি Zinc Alloy  দিয়ে তৈরি।  আর উপরের অংশটি স্টেনলেস স্টিলে তৈরি হওয়ায়  মরিচা পড়ার আশঙ্কা নেই।এটির ভর  প্রায় ১০০গ্রাম   লম্বায় ৩ইঞ্চির মতো। এটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ঠিক মাঝ বরাবর, যে স্থানে  অন্যান্য তালার Key Port  থাকে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিতে “Biometric recognition technology” ব্যবহার করা হয়েছে। সেন্সরটির রেজুলেশন 500DPI. আর এই  ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের  ঠিক উপরে একটি Indecator LED  লাইট  রয়েছেযা খুবই গুরুত্বপূর্ণ। LED  এর বিভিন্ন রং দেখেই ফুল  ডিভাইস সেটআপ করতে হবে। লকটিরভেতরে একটি ব্যাটারি রয়েছে, যার ক্যাপাসিটি 180mAH(3.7V) যা একবার এক থেকে দুই ঘন্টা চার্জ করলে 1বছর পর্যন্ত চলে। আর চার্জ কমে গেলে রয়েছে অটোমেটিক এলার্ম সিস্টেম। চার্জ করার জন্য তালাটির নিচের দিকে একটি Micro USB Port রয়েছেএটা ফোনের USB পোর্টের মতোই।ফিঙ্গারপ্রিন্ট সেট আপ: নতুন অবস্থায় লকটিতে কোন ফিঙ্গারপ্রিন্ট সেট করা থাকে না। তাই যেকোনো আঙ্গুল  সেন্সরে প্রেস করলেই তালাটি খুলে যায়। ফিঙ্গারপ্রিন্ট অ্যাডের জন্য সেন্সরের উপর ৫ সেকেন্ড আঙ্গুল প্রেস করে রাখতে হবে, যতক্ষণ না LED লাইটে নীল আলো জ্বলে ওঠে। নীলা আলো জ্বলার পর আঙ্গুলটিকে পুনরায়  সেন্সরের উপর বারবার প্রেস করে মোট ১০ বার প্রেস করতে হবে। এরপর সবুজ আলো জ্বলে উঠলে  অপর একটি আঙ্গুল পুনরায় ১০বার প্রেস করতে হবে। ব্যাস! হয়ে গেলোএখন কেবলমাত্র এই ২টি আঙ্গুল দিয়েই লকটিকে খোলা সম্ভব হবে।  মূলত এই ২টি আঙ্গুল হলো এডমিন আঙ্গুল।  এছাড়াও লকটিতে আরও ৮টি  ইউজার আঙ্গুল অ্যাড করা যাবে। ইউজার আঙ্গুল অ্যাড করার জন্য  যেকোনো এডমিন আঙ্গুল সেন্সরের উপর 5 সেকেন্ড প্রেস করে রাখতে হবে। এরপর LED  তে নীল আলো জ্বলে উঠলে  নতুন আঙ্গুল ১০বারপ্রেস করতে হবে। এরপর সবুজ আলো জ্বলে উঠলে  নতুন আঙ্গুলটি  ইউজার আঙ্গুল  হিসেবে সেটহয়ে যাবে

ডাটা ক্লিয়ার: স্মার্ট এই লকটিতে থাকছে, Data Clear করার সুবিধা। এজন্য যেকোনো এডমিন  আঙ্গুল ২০ সেকেন্ড  সেন্সরে প্রেস করে রাখতে হবে। LED তে  লাল আলো জ্বলে উঠলে আঙ্গুলটি আরেকবার প্রেস করলেই  ডাটা ক্লিয়ার হয়ে যাবে

এইতো ছিল স্মার্ট এই তালাটির যাবতীয় Information. তালাটি বর্তমানে দারাজে  পাওয়া যাচ্ছে, যার বর্তমান মূল্য ১৮৫০টাকা

ধন্যবাদ পোস্টটি  পড়ার জন্য।আশা করি পোস্টটি আপনাদের কাজে দেবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন।আর এমনই সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন
Tags:
fingerprint lock
fingerprint door lock
fingerprint padlock
samsung fingerprint door lock
best fingerprint lock
smart lock
smart lock google
smart door lock
 


No comments

Theme images by follow777. Powered by Blogger.