Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Ads

1=2, 4=6, 4=5 কিভাবে! অসম্ভবও সম্ভব করে দেখালাম! 1 = 2, 4 = 6, 4 = 5 How! I showed up to make it possible!

আসসালামু আলাইকুম বন্ধুরা আশাকরি সৃষ্টিকর্তার অনুগ্রহে ভালো আছেন আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে  এমন তিনটি সমীকরণ তুলে ধরবোযেগুলো আপনার মাথা ঘুরিয়ে দেবে। পোষ্টের টাইটেলে যা লিখেছি সেটি প্রমাণ করে দেবো। কিকৌতুহল অনেক বেড়ে যাচ্ছেতাই নাতো চলুন আর কৌতূহল না বাড়িয়ে সমীকরণ তিনটির দিকে যাওয়া যাক।
 



 সমীকরণ-1:

ধরি,
 a=b
  a2=ab [উভয়পক্ষকে a দ্বারা গুন করে]
    a2-b2=ab-b2 [ উভয়পক্ষ হতে b2 বিয়োগ করে]
  (a+b)(a-b)=b(a-b) [ যেহেতু a2-b2=(a+b)(a-b)]
  a+b=b [উভয়পক্ষকে (a-b) দ্বারা ভাগ করে]
  b+b=b [ যেহেতু, a=b]
  2b=b
  2=1 [ উভয়পক্ষকে  b দ্বারা ভাগ করে
  1=2 (Answer)


  সমীকরণ-2
  41-40=61-60
  16+25-40=36+25-60
  16-40+25=36-60+25
  42 -2 ×4×5+5262-2 ×6 ×5+52
  (4-5)2(6-5)2 [যেহেতু a2-2ab+b2(a-b)2]
  4-5=6-5
  4-5+5=4-5+5 [উভয়পক্ষে 5 যোগ করি]
  4=6 (Answer)

   সমীকরণ-3:

  0=0

  20-20=25-25

  (4×5)-(4×5)= (5×5)-(5×5)

  4(5-5)= 5(5-5)

  4=5 [উভয়পক্ষকে (5-5)  দ্বারা ভাগ  করে]

  4=5 (Answer)

বন্ধুরা, এইতো ছিল সমীকরণ  তিনটি এরকম আরো অনেক সমীকরণ আছেযেগুলোর মাধ্যমে বিভিন্ন আসমান মানকে সমান প্রমাণ করা সম্ভব। তবে বলে রাখছিএগুলোর কোনোটি কিন্তু প্রকৃত গণিত নয়।  প্রতিটি সমীকরণেই  কোথাও না কোথাও গণিতের নিয়ম ভঙ্গ করা হয়েছে।  আপনি যদি এটা ধরতে পারেন যে কোথায় গণিতের নিয়ম ভঙ্গ করা হয়েছেতাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আমার পোস্টটি আপনাদের ভালো লেগেছে।  ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এমনই ভাবে সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন

Tags:
fun with math
fun math games
fun math games for kids
fun math problems
fun math worksheets
fun multiplication worksheets
fun maths activities
fun math games to play in the classroom

Post a Comment

9 Comments

  1. সত্যিই অসাধারণ! পোস্টটি খুবই ভালো লাগলো।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন।

      Delete
  2. Replies
    1. ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন।

      Delete
  3. Replies
    1. ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন।

      Delete
  4. প্রথম সমীকরণে a=b বা, a–b=0। গণিতে 0 দ্বারা ভাগ অসঙ্গায়িত। তাই প্রথম প্রমাণটি ভুল।
    দ্বিতীয় সমীকরণে (4–5)²=(6–5)² পর্যন্ত সঠিক আছে।
    কিন্তু গণিত উভয় পক্ষ থেকে সরাসরি স্কয়ার(²) তুলে দেওয়ার অনুমতি দেয় না। এখানে যেকোনো একপাশে ±(প্লাস মাইনাস) চিহ্ন ব্যবহার করতে হবে। অর্থাৎ, দ্বিতীয় প্রমাণটিও ভুল।
    তৃতীয় সমীকরণে 5-5=0 দ্বারা ভাগ করা হয়েছে। যা গণিতে অসঙ্গায়িত। তাই তৃতীয় প্রমাণটিও ভুল।

    ReplyDelete
    Replies
    1. ভুলগুলি ধরতে সক্ষম হওয়ায় আপনাকে ধন্যবাদ।তবে এগুলি যে ভুল, তা আমি নিজেই পোস্টে উল্লেখ করেছি।

      Delete
  5. Wow great. You are so brilliant 😍😍

    ReplyDelete

Type here your comment....