Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Ads

জেনে নিন বহুল পরিচিত 5টি ফলের স্বাস্থ্য উপকারিতা। Learn about the health benefits of the 5 most widely known fruits

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই সৃষ্টিকর্তার অনুগ্রহে অনেক ভালো আছেনআমিও ভালো আছি আজকের এই পোস্টের মাধ্যমে আমরা জানবো বহুল পরিচিত 5টি ফলের স্বাস্থ্য উপকারিতা তো চলুন বন্ধুরা শুরু করা যাক

আমাদের তালিকার শুরুতেই যে ফলটি থাকছে তা হলো কমলালেবু।কমলালেবু চেনে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।কমলালেবু অতি জনপ্রিয় একটি ফল, বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশেতাহলে চলুন বন্ধুরা জেনে নেই এই ফলটির কিছু স্বাস্থ্য উপকারিতা



কমলালেবু:

  • কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এটি শরীরে কোলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের প্রতিরোধক হিসেবে কাজ করে
  • ব্যথা উপশমে কমলালেবুর তুলনা হয়না। কমলালেবু আমাদের শরীরের ব্যথা উপশমে প্রত্যক্ষ ভূমিকা রাখে
  • কমলালেবু খেলে সুগারের মাত্রা কমে যায় যার ফলে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে
  • নিয়মিত এক গ্লাস কমলালেবুর জুস খেলে আমাদের শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দিয়ে উপকারী কোলেস্টেরল এর পরিমাণ বাড়িয়ে দেয়

এছাড়াও কমলালেবুর রয়েছে আরও অনেক অনেক স্বাস্থ্য উপকারিতা যা এই ছোট্ট পোস্টটিতে সম্পূর্ণ বর্ণনা করা সম্ভব নয়।

 

 

তালিকার দ্বিতীয় যে ফলটি থাকছে সেটি সকলের পরিচিত অত্যন্ত সুস্বাদু ফল, যা হল বড়ই। কি! বড়ই এর নাম শুনতেই মুখে পানি এসে গেল তাই না!

 

তবে এটি শুধু সুস্বাদুই নয়  তার সাথে সাথে অত্যন্ত পুষ্টিকর  একটি ফল।এতে রয়েছে শর্করা, ভিটামিন বি সহ আরো বিভিন্ন উপাদান। এর ফলে এটি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম। তাহলে জেনে নেয়া যাক চমৎকার এই ফলটির কিছু স্বাস্থ্য উপকারিতা



 

     বড়ই

 

  • বড়ইয়ে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ।  তাই বড়ই খেলে মানুষের দৃষ্টি শক্তি বেড়ে যায়
  • বড়ই খেলে মানুষের মোটা হওয়ার সম্ভাবনা থাকে না
  • এটি খেলে খাবারে রুচিও বেড়ে যায়
  • এতে রয়েছে এন্টি অক্সিডেন্ট যা ক্যান্সার কোষ টিউমার কোষকে ধ্বংস করে
  • এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা জিহ্বার ঘা সারাতে সাহায্য করে
  • এছাড়াও বড়ই খেলে শরীরে রক্তশূন্যতা দূর হয়

 

আমাদের তালিকার পরবর্তী ফলটি হলো অত্যন্ত সুস্বাদু তবে দুষ্প্রাপ্যযার নাম আমড়া। নিচে আমড়ার কিছু স্বাস্থ্য উপকারিতা তুলে ধরা হলো



    আমড়া:

 

  • আমড়াতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে খাদ্যআঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। 
  • এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে
  • এছাড়াও নিয়মিত আমরা খেলে খাবারের অরুচি দূর হয়
  • আমড়া আমাদের শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়
  • আমড়া এমন একটি ফল যা খেলে দাঁতের বিভিন্ন সমস্যা থেকে দূরে থাকা যায়। 

 

শীতকাল এলেই  যে ফলটির কথা প্রথমেই মনে পড়ে যায় সেটি হল গাজর গাজর চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর।  হ্যাঁ বন্ধুরা।  তালিকার পর্যায়ে আমরা জেনে নিব  বহুল পরিচিত এই গাজরের স্বাস্থ্য উপকারিতা। 



 

 

 

       গাজর:

 

  • সুন্দর ত্বক পাওয়ার জন্য গাজর এর বিকল্প নেই।  নিয়মিত গাজর খেলে ত্বকের রোদে পোড়া ভাব,ব্রণ কালো দাগ ইত্যাদি সহজে দূর হয়ে যায়
  • গাজর খেলে সহজে কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পাওয়া যায়
  • গাজরে থাকা ক্যারোটিন  হৃদপিন্ডের বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে
  • নিয়মিত গাজর খাওয়ার মাধ্যমে অতিরিক্ত চর্বি অপসারণ করা সম্ভব

তাই আমাদের প্রতিদিন কমপক্ষে একটি করে গাজর খাওয়া দরকার

 

 

আমাদের তালিকার সর্বশেষ যে ফলটি থাকছে সেটি গ্রীষ্মকালে খুবই জনপ্রিয়, আশা করি আপনারা এত টুকুতেই বুঝে গেছেন আমি কোন ফলটির কথা বলছি।  হ্যাঁ।  আমি তরমুজের কথাই বলছি। বাংলাদেশে তরমুজ খুবই জনপ্রিয় একটি ফল। সাধারণত একটি তরমুজের 90 ভাগের বেশি শুধু পানিই থাকে। আর  আর এতে কোন প্রকার চর্বি থাকে না। তাই  এর রয়েছে বেশ কিছু চমৎকার স্বাস্থ্য উপকারিতা। 

নিচে  তরমুজের কিছু স্বাস্থ্য উপকারিতা তুলে ধরছি

 



     তরমুজ:

 

  •  নিয়মিত তরমুজ খেলে ফুসফুসের ক্যান্সার,প্রোস্টেট ক্যান্সার,কোলন ক্যানসার ইত্যাদি থেকে সহজেই দূরে থাকা যায়
  • তরমুজ খেলে শরীরে ফ্লুইড মিনারেলের ভারসাম্য বজায় থাকে
  • এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যামাইনো এসিড যা কিডনি ভালো রাখতে সাহায্য করে
  • তরমুজ খেলে শরীরের রক্ত প্রবাহ উন্নত হয়

 

 

তো বন্ধুরা আজকে আমরা এই ৫টি ফলের স্বাস্থ্য উপকারিতা জানলাম। যদিও পোস্টটি অনেক বড় হয়ে যাবে বলে খুব বেশি বিস্তারিত বর্ণনা করা যায়নি।  তবে আশাকরি আপনাদের ভালো লেগেছে।ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি  শেয়ার করবেন।এমনই ভাবে সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন

tags:
ফল
ফলের উপকারিতা
ফলের উপকারিতা ও গুনাগুন
কোন ফলের কি উপকারিতা
বিভিন্ন ফলের পুষ্টিগুণ
বিভিন্ন ফলের উপকারিতা

Post a Comment

3 Comments

Type here your comment....